২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ হবে শীত মৌসুমে
প্রকাশিত : ২৩:১৮, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২২, ১৭ জুলাই ২০১৮
ফিফা ফুটবল বিশ্বকাপ সাধারণত গ্রীষ্ম মৌসুম তথা জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯৩০ সাল থেকেই এমন নিয়ম মেনে আসছে ফিফা।
কিন্তু ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ এবার জুন-জুলাইয়ে নয়, শীত মৌসুম নভেম্বর- ডিসেম্বরে হবে। কাতার বিশ্বকাপের জন্য এই সময়সীমা চূড়ান্ত করেছে ফিফা।
ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ ডিসেম্বর।
শুক্রবার (১৩ জুলাই) ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, কাতারে বিশ্বকাপ হবে ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর।
২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে কাতার, তা তো চূড়ান্ত ছিলো। কিন্তু কবে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এই সমালোচনা উড়িয়ে দিতে সবধরনের চেষ্টা চালাচ্ছে আয়োজক দেশ কাতার।
১৫ জুলাই ফিফা আনুষ্ঠানিক ভাবে কাতারের কাছে ২০২২ বিশ্বকাপের দায়িত্ব হস্তান্তর করেছে।
কাতারে মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে৷ ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি স্টেডিয়াম হবে শীতাতপ নিয়ন্ত্রিত৷ যার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে৷ যেটা ফুটবলের জন্য আদর্শ৷
জার্মানির স্থাপত্য কোম্পানি এএসএন্ডপি এই স্টেডিয়ামগুলোর পরিকল্পনা করছে৷ শীত কালের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হবে কাতারের প্রখর সূর্যের তাপকেই৷ মানে প্রতিটি স্টেডিয়ামের বাইরে ও ছাদে থাকবে সৌর প্যানেল৷ যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে৷
এমএইচ/এসি